কাবুলে পরপর তিনটি বোমা বিস্ফোরণ। নিহত ৪১। আহত কয়েক ডজন। আইএস এর দায় স্বীকার।।
নিউইয়র্ক থে েক ড. ওমর ফারুক। স্থানীয় সময়ঃ ২৮ ডিসেম্বর ২০১৭ রাত সাতটা।
কাবুলে পরপর তিনটি বিষ্পােরণ ঘটল। কাবুলের কেন্দ্রস্থলে তাবায়ান সংস্কৃতি কেন্দ্রে ওই হামলার ঘটনাটি ঘটেছে, ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে।আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র নসরত রাহিমি বলেছেন, ‘‘তাবায়ান সংস্কৃতি কেন্দ্রটি মূলত শিয়া সম্প্রদায়ের মুসলিমদের। সেখানে আফগানিস্তানে রুশ আগ্রাসনের ৩৮তম বার্ষিকী পালনের একটি অনুষ্ঠান চলছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’’ এ নিয়ে গত জানুয়ারি ২০১৬ থেকে এ পর্যন্ত ডজনেরও বেশি এরকম হামলা হয়েছে বলে United Nations mission in Afghanistan জানিয়েছে।
The scene of a suicide bomb attack that killed dozens in Kabul, Afghanistan, on Thursday.CreditHedayatullah Amid/European Pressphoto Agency
উক্ত সংস্কৃতি কেন্দ্রের কাছেই সরকারি সংবাদ মাধ্যম ‘আফগান ভয়েস এজেন্সি’র অফিস। ওই সংবাদ মাধ্যমের অফিসটি জঙ্গিদের টার্গেট হতে পারে বলে আফগান গোয়েন্দা সূত্রে খবর ছিল।
ইসলামিক স্টেট এর বিবৃতিতে এ ঘটনার দায় স্বীকার করা হয়েছে বলে নিউইয়র্ক টাইম্ স খবর পরিবেশন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানিয়ে দিয়েছে তালিবানরা।
উক্ত ঘটনায় ইসলামিক স্টেট (আইএস)-এর হাত থাকতে পারে বলে আফগান পুলিশ আগেই সন্দেহ করেছিল। তালিবানদের জমি কাড়তে বহু দিন ধরেই তালিবান তাদের দলে ভেড়াতে শুরু করেছে আইএস। ফলে তালিবানরা আগের তুলনায় অনেকটাই হীনবল হয়ে পড়েছে। আফগানিস্তানে রুশ আগ্রাসনের কট্টর বিরোধী তালিবানরা আইএসে এসে ওই ঘটনা ঘটাতে পারে বলে আফগান পুলিশের অনুমান।
নসরত রাহিমি জানিয়েছেন, এ দিন মূল বিস্ফোরণের পর আরও দু’টি বিস্ফোরণ হয়েছে তাবায়ান সংস্কৃতি কেন্দ্রে।
মহম্মদ হাসান রেজায়িহি নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ঘটনার সময় ছিলেন তাবায়ান সংস্কৃতি কেন্দ্রে। তাঁর মুখের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।