কাবাসহ সব মসজিদে মাইকে আজান বন্ধের আহ্বান।

February 22, 2018 8:26 pm0 commentsViews: 30

কাবাসহ সব মসজিদে মাইকে আজান বন্ধের আহ্বাননিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।।

 প্রখ্যাত সৌদি সাংবাদিক মোহাম্মাদ আস-সুহাইমি দেশটির একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কাবাসহ সৌদি আরবের সব মসজিদের মাইকে আজান প্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি সৌদি আরবে মসজিদ সংখ্যা কমিয়ে আনতে আহবানও জানিয়েছেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবাদও শুরু  হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে সুহাইমি’র মত সেকুলার সাংবাদিকের এ নির্লজ্জ আহবানের নিন্দা জানাই। সাথে সাথে সৌদি রাজপরিবারের প্রতি তীব্র ভৎর্সনা জানাই। সৌদি রাজ পরিবার বর্তমানে ইসলামের মূল নীতিমালা থেকে বিচ্যুত হয়ে রাজ্য শাসন করছে বলে আমি মনে করি। বিশ্বব্যাপী আমরা প্রদিতবাদের ঝড় তুলি। সৌদি আরবের রাজ পরিবার ইসলামের কোন আধ্যাত্মিক নেতা হওয়ার অবকাশ নেই।  কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাসহ মধ্যাপ্রাচ্যে বিভিন্ন গণমাধ্যম  এ খবর জানিয়েছে। সৌদি নিউজ পেপার আল ওয়াতানও সুহািইমি’র এ আহবানকে সমর্থন করেছে। উল্লেখ্য আল ওয়াতান সৌদি রাজ পরিবারের সমর্থন ও আশীর্বাদপুষ্ট একটি গণমাধ্যম। আস-সুহাইমি সৌদি সরকার পরিচালিত টেলিভিশন চ্যানেল এনবিসিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে নিজের দাবির ব্যাখ্যা জানাতে গিয়ে বলেছেন, একই সময়ে বহু মসজিদের মাইকে আজান প্রচারিত হলে জনগণের অসুবিধা হয় এবং শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।  সৌদি সাংবাদিকের এ আহ্বান সম্পর্কে আল-জাজিরা বলেছে, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আজান যা মানুষকে নামাজ পড়ার আহ্বান জানায়। চ্যানেলটি আরও বলেছে, সৌদি আরবের টেলিভিশন থেকে এ ধরনের সাক্ষাৎকার সম্প্রচারের উদ্দেশ্য কোন রকমেই সুবিধাজনক বলে মনে হওয়ার কোন কারণ নেই। সৌদি সরকার মসজিদের মাইকে আজান প্রচারের ওপর সীমাবদ্ধতা আরোপ করার ক্ষেত্র প্রস্তুত করতে আস-সুহাইম ‘কে দিয়ে  এ কাজ করে থাকতে পারে। আল-জাজিরা আরও বলেছে, মুসলমানদের দু’টি পবিত্র স্থান সৌদি আরবে অবস্থিত বলে আলে-সৌদ সরকার নিজেকে আধ্যাত্মিক নেতা বলে মনে করে, যা চরম বিস্ময়করই বটে। সূত্রঃ আল জাজিরা ইংরেজি সংবাদ।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com