কবিতাঃ ।।ক্যামেরা।।

October 20, 2017 3:10 am0 commentsViews: 15
ড. ওমর ফারুক, নিউইয়র্ক থেকে।
তারিখঃ ১৯ অক্টোবর ২০১৭। রাত দশটা।
 
ক্যমেরা?
হায়রে ক্যামেরা !
হায়রে পাতকী ক্যামেরা !তুই জগতের সকল দ্বন্ধ ও ঝগড়ার মূল।
একটি রাজনৈতিক দলের ধবংস, একজন নিজদলীয় আইনজীবী’র পরিধেয় পোশাকের বিনাশ,
কলিগে কলিগে, দলীয় কর্মী আর কর্মীর মধ্যে,বন্ধু-বান্ধবে,
কলহ-বিরহ,বিসর্জন,বিনাশ, এ সকলি তোমার জন্য।
দলের সকল নেতাকর্মীরা শুধু তোমার সামনে দাঁড়াতেই অর্থাৎ তোমার জন্যই ব্যস্ত।
হায়রে ক্যামেরা ! ক্যমেরা ? হায়রে পাতকী ক্যামেরা !
কি কুহক! কি মায়া! ওগো ক্যামেরা তোমার মাঝে!
কি মোহনী শক্তি তোমার!
তোমার কুহকে কে না পড়িতেছে?
কে না ধোকা খাইতেছে?কে না মজিতেছে?
তুমি দূর হও।রাজনীতির নামে আগাছাদের কল্পনা হতে!
এ পথে তুমি এসো না। আমাদের সুখে থাকতে দাও।
দেশে দুঃশাসনে জনজীবনে নাাভিশ্বাস।
আমরা একদল ছবি তোলার কাঙ্গাল মানুষেরা মারামারিতে ব্যাকুল এখন।
ক্যামেরা! কৃপা কর, পথ হতে একেবারে দূর হও।
[বিষাদ সিন্ধু’র স্মরণীয় একটি উক্তি অবলম্বনে]

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com