ওবায়দুলের কথায় রাগ করবেন না। তিনি ব্যাকরণ ভুলে বলে ফেলেছেন। 

October 28, 2017 5:28 pm0 commentsViews: 29

যুক্তরাষ্ট্র থেকে ড. ওমর ফারুক। তারিখঃ ২৮ অক্টোবর ২০১৭।

[দেশে রাজনৈতিক নেতার বক্তব্য যদি এমনই হয়,অর্থাৎ দাঁড়ি কমা ছাড়া হয়, তাহলে সারা জাতিকেই আজীবন জরিমানা গুণে যেতে হবে।]

ওবায়দুলের কথায় রাগ করবেন না। তিনি ব্যাকরণ ভুলে বলে ফেলেছেন। পড়বেন এভাবেঃখালেদা জিয়া যা বলেন, এটা ’জনগণের ভাষা’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক (রাস্তা) পরিবহন ও সেতু (পুল)মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া আদালতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, তা রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। গতকাল শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সম্মানলাভার্থে প্রজারা সৎপথে চলবে, এ উদ্দেশ্যে বল্লালসেন কৌলিন্য প্রথা সৃষ্টি করেছিলেন। শ্রোত্রিয়দের মধ্যে যাঁরা নরগুণবিশিষ্ট ছিলেন, বল্লাল তাঁদের কুলীন উপাধি দিয়েছিলেন। এই নরগুণগুলো হল : আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থ দর্শন, নিষ্ঠা, শান্তি, তপ ও দান। এগুলো ‘কুল লক্ষণ’ নামে পরিচিত। বাংলায় কৌলিণ্য প্রথার প্রবতর্তন কারী বল্লাল সেন।
শুধু বাংলাদেশ নয়, যে কোন দেশেই বেশির ভাগ জনগণ রাস্তার পাশেই বাস করে। সেজন্য কেউ যদি বলে, এটা রাস্তার ভাষা। আপনি সেখানে পড়বেন, এটি জনগণের ভাষা। আপনাকে বুঝতে হবে, যিনি রাস্তার ভাষা বলছেন, তিনি ‍হয়ত কথাটা গুছিয়ে বলতে পারেন নি। তিনি বলতে চেয়েছিলেন, এটি জনগণের ভাষা। আর ব্যক্তিটি যদি রাস্তায় কর্মরত কোন ব্যক্তি হয়, তাহলে তো কথাই নেই।

রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। এটি রাস্তায় কর্মরত একজন বলেছে স্বয়ং দেশের সাবেক তিন তিন বার প্রধানমন্ত্রীকে। আপনি ভেবে অবশ্যই কুল কিনারা পাবেন না। কে বলল? কেন বলল? আসলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কি হবে। এখন ক্ষমতার দম্ভে অনেক ব্যকরণ ট্যাকরণও তিনি ভুলে গেছেন। অতএব তাকে মাফ করে দিন। আপনারা শুধু ভুল শুদ্ধ করে পড়লে আর কোন বিপত্তি হবে না। পড়বেন এভাবেঃখালেদা জিয়া যা বলেন, এটা ’জনগণের ভাষা’।

অতএব আপনি যদি কুলীন বা ভদ্র সম্প্রদায়ের হন, তাহলে আপনি কোন বিষয় নিয়ে পাঠোদ্ধারের ক্ষেত্রে সেভাবে পড়লেই হবে। রাস্তায় অনেক মানুষ অনেক কথাই বলবে। এটির অবস্থা হল এমন, সেই নোটিশের মতঃ নোটিশে লেখা- “এখানে প্রস্রাব করিবেন না। করিলে ৫০ টাকা জরিমানা।” জনৈক পথচারী, অবশ্যই ভাব লক্ষণে বুঝা যায়, সেই পথচারি দেশে বিদ্যমান একটি ব্রাণ্ডেড রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত। তিনি উক্ত নোটিশের মধ্যে পুরো লেখাটা দাঁড়ি কমা ছাড়াই পড়লেন। পড়ে চিন্তায় পড়ে গেলেন। এরপর দুশ্চিন্তা থেকে উদ্ধার পেতে তাড়াড়ি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে দিলেন। এরপর অবশ্য সংগত কারণেই তাকে ৫০ টাকা জরিমানা গুণতে হয়েছিল। দেশে রাজনৈতিক নেতার বক্তব্য যদি এমনই্ হয়,অর্থাৎ দাঁড়ি কমা ছাড়া হয়, তাহলে সারা জাতিকেই আজীবন জরিমানা গুণে যেতে হবে।

 

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com