এবার ড আসিফ নজরুলকে প্রকাশ্যে মারার ঘোষণা বাপ্পাদিত্য বসুর।
জনপ্রিয় লেখক ও কলামিস্ট অধ্যাপক আসিফ নজরুলকে প্রকাশ্যে মারার ঘোষণা দিয়েছে কুখ্যাত খুনি ও বামপন্থী নেতা বাপ্পাদিত্য বসু। এই বাপ্পাদিত্য ২০০৬ সালের ২৮ আগস্ট পল্টনে জামায়াতে ইসলামীর মিছিলে পিটিয়ে মানুষ হত্যার পর লাশের উপর উঠে নেচেছিলো।
শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে নিজেও ওয়ালে বাপ্পদিত্য কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে–
”কোটা বাতিল আন্দোলনের মতো একটা স্বার্থবাদী নষ্ট আন্দোলনের পক্ষে এক মঞ্চে বসে গলাবাজি করছে যারা তাদের একটু চিনে রাখুন। দু দিন পর কাজে লাগবে। চিহ্নিত শয়তান ডা: জাফরুল্লাহ, খালেদাজীবী আমানউল্লাহ আমান, চক্রান্তের রাজনীতির এই সময়ের লিজেন্ড মাহমুদুর রহমান মান্না, জামাত-বিএনপি দুঃশাসনকালের অনুগত দাস ভিসি এসএমএ ফায়েজ। এদের সাথে প্রাক্তন সম্মানিত ও নব্য পথভ্রষ্ট রাজনীতিক Mujahidul Islam Selim। কিন্তু সৈয়দ আনোয়ার হোসেন সেখানে কী মনে করে, বুঝলাম না।
এই ‘জনপরিসর’ নামের সংগঠনটি কারা, কেন, কবে থেকে- খোঁজ পাওয়া দরকার। কোনো একদিন ধাওয়া দিতেও কাজে লাগতে পারে। কেউ খোঁজ জানলে জানাবেন।
আপডেট :
এই আলোচনা সভায় আরো বক্তব্য দেন অধ্যাপক শওকত আরা হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম সিদ্দিকী, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন এর সিনিয়র অ্যাডভাইজার প্রফেসর ডাক্তার মোজাহেরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইমুল আহসান খান। এতে সভাপতিত্ব করেন গণপরিসরের সমন্বয়ক লেখক কলামিষ্ট গৌতম দাস এবং সভা পরিচালনা করেন মুসতাইন জহির।
আপডেট ২:
‘জনপরিসর’ নামের এই সংগঠনটি মূলত পিনাকী ভট্টাচার্য্য ও মাহমুদুর রহমান (আমার দেশ এর সম্পাদক) এর প্রজেক্ট। ওই অনুষ্ঠানের দর্শকসারির একটা ছবি যুক্ত করছি। দেখেন সেখানে প্রথম সারিতে বসে মোবাইল ফোনে ছবি তুলছে পিনাকী। জানতে পেরেছি, পিনাকী এই সংগঠনের নির্বাহী পরিচালক। আর অনুষ্ঠানের সভাপতি গৌতম দাস আমার দেশ পত্রিকার সাংবাদিক ও মাহমুদুর রহমানের অনুগত। অনুষ্ঠানের সঞ্চালক মুসতাইন জহির ফরহাদ মজহার এর শিষ্য। এরপরও কমরেড সেলিম দালাল কানেকশনের কোন কোন সূত্রকে অস্বীকার করবেন?”
এই পোস্টের নিচে কয়েকজন বামপন্থী লোক তার বক্তব্যকে সমর্থন করে মন্তব্য করেছেন। একটি মন্তব্যের প্রেক্ষিতে বাপ্পাদিত্য লিখেছে, “ও (আসিফ নজরুল) টক শো করে নামার পরেই টিভি সেন্টারের নিচেই মার দিতে হবে।”
নিচে স্ক্রিনশটগুলো দেখুন–