উত্তাল সমুদ্রের উপর দিয়ে তৈরি হল বিশ্বের সবথেকে বড় সেতু
।। ঢাকা থেকে সানজিদা আহমদ।। তারিখঃ ২৯ নভেম্বর ২০১৭।।
এটিই বিশ্বের সবথেকে বড় সেতু৷ দক্ষিণ চীন সাগরের উপর তৈরি করা হয়েছে এমনই একটি সেতু, যার দৈর্ঘ প্রায় ৩৪মাইল৷
সাত বছর ধরে এ সেতু নির্মাণের কাজ চলছিল৷ অবশেষে, এ সেতুটির নির্মাণকার্য প্রায় শেষ পর্যায়ে। চীনা গণমাধ্যম ’পিপলস ডেইলি অনলাইন পোর্টাল’ সে খবরই দিয়েছে। এ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এ সেতু নির্মাণের কাজ, বলছে পিপল্স ডেইলি৷ এ সেতুটি চীনের তিনটি গুরুত্বপূর্ণ শহর হংকং, ম্যাকাও এবং জুহাইকে সংযোগ করেছে৷ এ সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১২বিলিয়ন ইউরো৷
তবে, এ সেতুটির প্রধান অংশটি তৈরির কাজ গত জুলাই মাসেই শেষ হয়ে গিয়েছিল৷ সেতু নির্মাণের পাশাপাশি চলছে সমুদ্রের নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজও৷ যেটিও আগামী নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ এই বিশেষ টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫মাইল নীচে অবস্থিত৷
সেতু নির্মাণ সংস্থাটি জানিয়েছে, এই বিশেষ সেতুটি তৈরি করতে প্রায় ৪লক্ষ ২০হাজার টন স্টিল লেগেছে৷ যেটি ৬০টি আইফেল টাওয়ার তৈরির সমান৷ এই সেতুটি তৈরি হওয়ার জন্য যাতায়াতে অনেক সুবিধা হবে৷ কারণ হংকং থেকে জুহাই যেতে এর আগে সময় লাগতো প্রায় তিন ঘন্টা৷ কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করলে সময় লাগবে মাত্র আধ ঘন্টা৷