ইসলামিক স্টেটের গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু ৭৫ নাগরিকের
ইসলামিক স্টেটের গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৭৫ জন নাগরিকের৷ পূর্ব সিরিয়ায় ঘটনাটি ঘটেছে রবিবার৷
স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটেছে শনিবার৷ সেখানের দিয়ের এজোর প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ৭৫ নাগরিকের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে অনেক শিশুও ছিল৷ আহত হয়েছেন ১৪০ জন৷ জানিয়েছেন সিরিয়ান অবজার্ভারি ফর হিউম্যান রাইটসের প্রধান আবদেল রহমান৷ ব্রিটেনের ওয়ার মনিটর তাদের নেটওয়ার্ক সোর্সের মাধ্যমে জানিয়েছে সিরিয়ার বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে৷ দিয়ের এজোর প্রদেশে যুদ্ধের কারণে অনেকের প্রাণ সংশয় দেখা গিয়েছিল৷ ফলে অনেকেই মরুভূমির মধ্যে চলে যায়৷ অনেকে প্রাণ বাঁচাতে ইউফ্রেটিস নদীর পূর্ব পাড়েও চলে যায়৷ সেখানেই শনিবার বিস্ফোরণটি ঘটে৷
১২ অক্টোবর একটি গাড়ি বোমা বিস্ফোরণে উত্তর পূর্ব প্রদেশের হাসাকেহ এলাকায় ১৮ জনের মৃত্যু হয়৷ সিরিয়ার সেভ দ্যা চিলড্রেন চ্যারিটির সোনিয়া খুশ জানিয়েছেন, শহরের অবস্থা এখন ভয়ানক৷ যুদ্ধের মধ্যে ফেঁসে গিয়েছেন নাগরিক