ইসরাইলের সাথে ভারতের ৫০ কোটি ডলারের মিসাইল কেনার চুক্তি বাতিল।।

January 3, 2018 4:24 pm0 commentsViews: 20

নয়াদিল্লী থেকে  বিশেষ প্রতিনিধিঃ ইসরাইলের কাছ থেকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল কেনার চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। ৫০ কোটি ডলারের এ চুক্তিতে মোট ১ হাজার ৬০০টি ‘স্পাইক’ মিসাইল কেনার কথা ছিল অবৈধ এ জারজ রাষ্ট্রটির কাছ থেকে। ইসরাইলি যে সংস্থার কাছ থেকে এ ক্ষেপণাস্ত্রগুলো কেনার কথা ছিল, সেই ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’ এর পক্ষ থেকে গত ৩ জানুয়ারি ২০১৮, বুধবার, জানিয়েছে- চুক্তি বাতিল করে দিয়েছে নয়াদিল্লী।

অবশ্য অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ‘স্পাইক’ যে ইসরাইলের নিকট থেকে কেনা হবে না, সে সিদ্ধান্ত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক আগেই নিয়েছিল। তবে চুক্তি বাতিল করার কথা রাফায়েল কর্তৃপক্ষকে জানানো হয়েছে গত সপ্তাহে। এ ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছে ’রাফায়েল’। তবে তার জন্য ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ করার পথ থেকে রাফায়েল সরে আসবে না বলেও সংস্থার তরফ থেকে জানান হয়েছে।

স্পাইক হল হালকা ওজনের এবং ছোট আকারের ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। হাতে করে এই ক্ষেপণাস্ত্র বহন করা যায় এবং একজন সৈনিক একাই এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারেন। ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ির মতো চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে স্পাইক।

এ ক্ষেপণাস্ত্র কেনার বিষয় ইসরাইলি সংস্থাটির সঙ্গে আলোচনা সম্পূর্ণ হয়ে গিয়েছিল ভারতের। ক্ষেপণাস্ত্র তৈরির জন্য হায়দরাবাদে প্রোডাকশন ইউনিটও তৈরি করে ফেলেছিল রাফায়েল। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, হায়দরাবাদের ওই পরিকাঠামোতে স্পাইক ক্ষেপণাস্ত্র তৈরি হবে না। হায়দরাবাদের কারখানাটি অবশ্য ভেঙে ফেলা হবে না। স্পাইক ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য যে সব সামরিক সরঞ্জাম রাফায়েলের কাছ থেকে কিনবে ভারত, সে সব তৈরির পরিকাঠামোও বানানো হয়েছে হায়দরাবাদের প্রোডাকশন ইউনিটটিতে। তাই ওই কারখানায় অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি হবে।

কিন্তু কেন বাতিল হল স্পাইক চুক্তি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবর, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল বিদেশ থেকে আমদানি করতে চাইছে না সরকার। ভারতের নিজস্ব প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও প্রতিশ্রুতি দিয়েছে, চার বছরের মধ্যে বিশ্বমানের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ভারতীয় বিজ্ঞানীরাই তৈরি করে দেবেন। ভারত সরকার তাই আপাতত ডিআরডিও-র অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল প্রকল্পেই বিনিয়োগ করতে চাইছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com