ইরানের পরমাণু কেন্দ্রে ঢুকে ৫০ হাজার নথি চুরি ইসরাইলের
ইরানে দুঃসাহসিক এক অভিযান চালিয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গভীর রাতে তেহরানের একটি পরমাণু কেন্দ্রে ঢুকে ৫০ হাজার নথি চুরি করেছে।
নিয়ে গেছে আরও অন্তত ১৬৩টি মেমোরি ও ভিডিও ডিস্ক। ইরানের বহু বছরের পরমাণু গবেষণার অনেক তথ্য-উপাত্ত, অস্ত্রের নকশা ও অস্ত্র উৎপাদন পরিকল্পনা রয়েছে চুরি হওয়া নথিগুলোয়।
এছাড়া অর্ধ টন ওজনের পরমাণু অস্ত্র তৈরির গোপন পদার্থও হস্তগত করেছে মোসাদ। চলতি বছরের ৩১ জানুয়ারি এ অভিযান চালায় মোসাদ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে পরমাণু কেন্দ্রের নাম উল্লেখ
করা হয়নি। অভিযান চালানোর আগে দুই বছর ধরে তেহরানের নিকটবর্তী ওই পরমাণু কেন্দ্রের ওপর তীক্ষ্ণ নজরদারি করেছে মোসাদ। এরপর মোক্ষম সময় বুঝে চলতি বছরের ৩১ জানুয়ারি কেন্দ্রের গুদামে ঢুকে পড়ে তারা। প্রথমে তারা কেন্দ্রের সতর্কতা সংকেত ব্যবস্থা অকেজো করে।