ইক্বামাতে দ্বীনের বিরোধীতা করতে গিয়ে মুসা (আ:) সম্পর্কে ও বিভ্রান্তিকর, অসত্য কথা বললেন। এটা কোন সহিহ আক্বিদা?

মুসা (আ:) কি ক্ষমতায় ছিলেন না?
শায়খ মতিউর রহমান ইক্বামাতে দ্বীনের বিরোধীতা করতে গিয়ে মুসা (আ:) সম্পর্কে ও বিভ্রান্তিকর, অসত্য কথা বললেন। এটা কোন সহিহ আক্বিদা?
* ফেরাউন ও তার দল ডুবে মরার পর গদিটা মতিউর সাহেবের কথা অনুযায়ী খালি পড়ে থাকলো মুসা (আ:) দখল করলেন না। কারন গদি দখল করা জায়েয নাই। মুসা ফিলিস্তিনে চলে গেলেন আর ব্যক্তিগত ভাবে দ্বীন মানতে থাকলেন। তাহলে ফেরাউনকে ডুবায়ে মেরে লাভ হল কি?
* মিশরের গদিটা এমনিই পড়ে থাকলো? না কেউ দখল করলো তাতো বলেননি জনাব?
* সারা জীবন মুসা ( আ:) ফেরাউনের বিরুদ্ধে যে সংগ্রাম করলেন এটা কেন করলেন? এটা কি দ্বীন কায়েমের কাজ নয়? শুধু ব্যক্তিগত ভাবে নামাজ রোজা করলেই যদি ইক্বামাতে দ্বীন হয়ে যায়, তাহলে মুসা( আ:) শুধু ব্যক্তিগত ভাবে আমল করার জন্যই এত সংগ্রাম করলেন? মতিউর রহমান ইক্বামাতে দ্বীনের বিরোধীতা করতে গিয়ে মুসা( আ:) সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, যা কোরআন সমর্থন করেনা।
* ফেরাউন কেন মুসা (আ:) কে হত্যা করার সিদ্ধান্ত নিল? পুরো রাষ্ট্রীয় শক্তিকে মুসার বিরুদ্ধে লাগালো। অথচ এ মুসা (আ:) তার বাড়ীতেই লালিত পালিত হলেন।
* ফেরাউন তার স্ত্রী কে হত্যা করেছিল মুসা (আ:) কে সাহায্য করার কারনে। এ গুলো কি শুধু ব্যক্তিগত আমলের জন্যই হয়েছিল? রাষ্ট্রীয় কোন বিষয় জড়িত ছিলনা?
* দেখুন এ বিষয়ে কোরআন কি বলে?
সুরা কাসাস ৬ নং আয়াত – আর আমি ইচ্ছা করলাম তাহাদেরকে (মুসা কে) দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে এবং ফেরাউন হামান তাদের বাহিনী কে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকট তারা আশংকা করিত। কি আশংকা ছিল? ফেরাউন মুসা (আ:) এর দ্বারা ক্ষমতা হারানোর আশংকা করতো।( অনুবাদ ই,ফা,)
* সুরা কাসাস ৫ নং আয়াত –
আল্লাহ্ বলছেন – আমি ইচ্ছা করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে ও উত্তরাধিকারী করতে।
# ফেরাউনের কাছে মুসা( আ:) এর কি উত্তরাধিকার? মতিউর সাহেব কি বলবেন?
* মতিউর রহমান সাহেব ইক্বমাতে দ্বীনের বিরোধীতা করতে গিয়ে মুসা( আ:) সম্পর্কে অসত্য তথ্য দিলেন। তার ভক্তরা হক যাচাই না করে তার কথা সমর্থন করলেন? এটা সহিহ আক্বীদা?
# ফিলিস্তিনে মুসা আ, যতকাল জীবিত ছিলেন ক্ষমতা যদি মুসার কাছে না থাকে তাহলে কার কাছে ছিল? ওর নামটি বলুন মতি সাহেব।
# কিতাব আনার জন্য পাহাড়ে যাওয়ার সময় হারুন আ,কে কি দায়িত্ব দিলেন? যদি নেতৃত্বই মুসার কাছে না থাকে? (এসব কথা কি করে হক হতে পারে?)
Fakhruddin Ahmed