আ.লীগের সাবেক সাধারণ সম্পাাদক সৈয়দ আশরাফ আর নেই।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ব্যাংককের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। [খবর বিবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম]
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসি বাংলাকে জানান, ব্যাংকক সময় রাত সাড়ে নয়টায় সৈয়দ আশরাফুল ইসলাম মারা যান। সেখান থেকে তাঁর ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম এ খবর জানিয়েছেন।
সৈয়দ আশরাফুল ইসলাম শেখ হাসিনার মন্ত্রী সভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার বিপুল সংখ্যক আসন সংরক্ষিত কোটার নির্বাচনেও তিনি কিশোরগঞ্জের একটি আসন থেকে নির্বাচিত হন।
মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, আগামী শনিবার সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বাংলাদেশে আনা হবে বলে বিবিসিকে জানিয়েছেন।
কোন শক্তি নেই, আওয়ামী লীগকে স্তব্দ করে। এই স্মরণীয় উক্তি খ্যাত সাবেক মন্ত্রী ও আলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিলেন।
সৈয়দ আশরাফ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের পুত্র।
১৯৭৫ সালে তার পিতাকে যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের আরও তিন জন নেতার সঙ্গে হত্যা করা হয়, তারপর সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে চলে যান।
১৯৯৬ সালে তিনি আবার দেশে ফিরে গিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
২০০৭ সালে বাংলাদেশে যখন জরুরী অবস্থা জারি করা হয়, তখন আওয়ামী লীগের এক সংকটকালে তিনি দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উক্তি এক. জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক ও বাহকের শতভাগ ভণ্ড।
উক্তি দুই. আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এক অনুভূতি
উক্তি তিন. আমি েআওয়ামী লীগের সন্তান।
উক্তি চার. কোন শক্তি নেই, আওয়ামী লীগকে স্তব্দ করে।
উক্তি পাঁচ. আওয়ামী লীগ একটা ভাগ্যবান রাজনৈতিক দল। [অসমাপ্ত]