আসুন। সুশীল সমাজ গড়তে আমরা বদল হয়ে যাই।
[পোস্টটি একজন শেয়ার করার অুনরোধ জানিয়ে পাঠিয়েছিল। ব্যস্ততার মাঝেও আমি কিছুটা সম্পাদনা ও পরিমার্জনা করে পোস্ট করলাম। যিনি পোস্টটি আমার ইনবক্সে পাঠিয়েছিলেন, তার নাম হল-’ভুলে গেলেই ভাল থাকি। এ পোস্ট শেয়ার করার জন্য তার অনুরোধ ছিল। কিন্তু আমার সমস্যা হল, কোন পোস্ট যদি কিছু বানান ভুলে ভরা থাকে, আমি তাতে শেয়ার বা প্রতিক্রিয়া ব্যক্ত করেতে অপরাগ হয়ে যাই। এটা আমার বিবেকের দায়বদ্ধতা।]
আগেকার সময় প্রথমেই সুবহি সাদিকের সময় সলাত আদায়ের জন্য উঠত।
ডিজিটাল যুগে ওঠে কর্মযজ্ঞ সারতে কিংবা শিক্ষার্থীরা ক্লাশে যাওয়ার জন্য ।
সেকালে প্রথমে ওঠেই লোকেরা ভোরবেলা কোরআন পাঠ পড়ত ।
আর আজ মেসেজ পাঠাতে ও চেক করতে ব্যস্ত হয়ে যায় ।
লোকদের উচিত দ্বীনের জন্য মেহনত করা।
তা না, আমরা করি আজ দৌলতের জন্য বেশি মেহনত ।
হওয়া উচিত ইবাদতের জন্য পাগল
কিন্তু হচ্ছি মুভি আর মিউজিকের জন্য ।
নারী তো সৃষ্টির সৌন্দর্য। আর এখন বাজারের পন্য।
কথা ছিল, সন্তান মা বাবার কথা মানবে। এখন উল্টোটাঃ মা বাবা সন্তানের কথা মানতে হয়।
এখন সময় এসেছে, আমাদের নিজেকে বদলাতে হবে।
দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করি। এভাবে একটি সুশীল সমাজ গড়তে আমরা বদল হয়ে যাই।