আলাস্কার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববারের এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। এটি তেলসমৃদ্ধ ওই এলাকার রেকর্ড করা ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলেও জানিয়েছে তারা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ভূপৃষ্টের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এটি শক্তিশালী হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আলাস্কার বিস্তৃত এলাকার জমি এবং উত্তরে বরফের পাহাড়ে ফাটল দেখা গেছে।
এর আগে ১৯৯৫ সালে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পই ছিল আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূকম্পনের ঘটনা।
বাংলা ইনসাইডার