আমেরিকার নির্বাচনে গভর্ণর পদে ১৪ বছরের কিশোর
কারণ, যে বয়সে তার সতীর্থরা খেলাধূলা, কেরিয়ার, অথবা নতুন নতুন প্রেমের গলিতে ঢুঁ মারছে সেখানে ইথান কিন্তু অন্য দৌড়ে নাম লিখিয়েছে৷ যা হয়তো সাধারণের কল্পনাতীত বলাই যায়৷
ভাবছেন ছেলেমানুষি কিন্তু এমনটাই ঘটেছে৷ পুরো একটি রাজ্য শাসনের লক্ষ্যে আমেরিকার ভারমন্টের গভর্ণর হতে চান ইথান৷ কিন্তু কিভাবে?
আসলে, ভরমন্টে কমপক্ষে চার বছর বসবাস করলেই এই গভর্ণর হওয়ার দৌড়ে সামিল হওয়া যায়। সেখানে, ইথান ১৪বছর ধরে সেখানকার বাসিন্দা এবং নাগরিক তো বটেই৷
তাই এই সুযোগ হাতছাড়া করতে চায়নি সে৷ মধ্যবিত্ত পরিবারের ইথানের স্নাতক পাশ করতে ঢের দেরি, আর তার আগেই বুড়ো বুড়ো ব্যক্তিত্বদের সঙ্গে লড়ার সাহস নিয়েই সে নেমে পড়েছে ভোটযুদ্ধে৷
ঠিক ধরতে পেরেছেন। বাঁ দিক থেকে প্রথমেরজনই ১৪ বছরের ইথান। চলতি মাসের শুরুর দিকে একটি টেলিভিশনে সাক্ষাৎকারে ডেমোক্রেট প্রার্থী ইথান জানায়, সকলের যে পরিবর্তন প্রয়োজন তা দেশকে এনে দেওয়ার ক্ষেত্রে সে উপযুক্ত এবং তালিকায় সবথেকে প্রথমে রয়েছে৷
তার সঙ্গে লড়ছে ক্রিস্টিন হ্যালকুইস্ট, জেমস এলার্স, ব্রেন্ডার মতো ব্যক্তিত্বরা৷ কিন্তু এরইমধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে ইথানের সচেতনতা তাকে লাইমলাইটে এনেছে৷