আটক ৩ বিএসএফ, পরে আদর যত্ন করে মুক্তি প্রদান।
গত ২৫ ডিসেম্বর, সোমবার, ভোরে কুয়াশার মধ্যে বাংলাদেশে রাজশাহির কাছে সীমান্ত পেরিয়ে ঢুকে বন্ধুদেশ ‘বাংলাদেশ’ এ ঢুকে পড়েন বিএসএফের তিন সদস্য (বন্ধু)। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে সঙ্গে থাকা রাইফেল, গুলি, হাতবোমা, সিগন্যাল সেট ও টর্চ বাজেয়াপ্ত করে। ফাঁড়িতে নিয়ে গিয়ে তাঁদের জেরাও করা হয়। বিকেলে ফ্ল্যাগ মিটিংয়ের পর তাঁদের ফেরত পাঠানো হয়।
বিজিবি-র কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইফতেকার শামীম বিকেলে বলেন, বিএসএফ (এই তিন বন্ধু) সদস্যরা বাংলাদেশে ঢুকে পড়ে।’’ এরপর রাজশাহিতে দু’পক্ষের কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর বিকেলে তিন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়। এঁরা ৮৪ নম্বর ব্যাটেলিয়নের এসআই হরনাথ সিংহ ও দুই কনেস্টবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। এর আগে অবশ্য ২০০১-এ মেঘালয়ের ডাউকি এলাকায় সীমান্ত অতিক্রম করা বেশ কয়েক জন বিএসএফ জওয়ানকে গ্রামবাসীরা পিটিয়ে মেরেছিল। এ বার তেমন কিছু ঘটেনি। শুধু আদর যত্ন ও নাস্তা করিয়ে তাদের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে।