আওয়ামী সন্ত্রাসীরা নকল পুলিশ সেজে নির্বাচনের মাঠে পুলিশের কাজ করছেঃ অধ্যাপক আবু সাইয়িদ
নির্বাচনের আচারন বিধি লংঘন ও সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে সাধারণ মানুষ নির্যাতন, হামলা-মামলা ও প্রচার প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ করেছেন পাবনা-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। নির্বাচনী এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা নকল পুলিশ সেজে আসল পুলিশের কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।
২৩ ডিসেম্বর, রোববার পাবনার বেড়াস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু সাইয়িদ এ অভিযোগ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ সমীকরণ দাঁড়িয়েছে পাবনা-১ আসনে।
জামায়াত অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত বেড়া-সাথিয়ায় আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু সাইয়িদ আরো বলেন, আমি ক্ষমতা লোভী মানুষ নই, ক্ষমতার উচ্চ শিখরে ছিলাম নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে। বঙ্গবন্ধু আমাকে দিয়ে রাজনীতি করিয়েছেন। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। প্রতীক আমার কাছে এখন ফ্যাক্টর না। এ নির্বাচন গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার নির্বাচন।
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থী ২০ শতাংশ ভোটও পাবেন না উল্লেখ করে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, সরকার দলীয় প্রার্থী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে নকল পুলিশ সাজিয়ে নির্বাচন করছেন। আমাকে নির্বাচনী মাঠে কাজ করতে দেয়া হচ্ছে না। প্রচার প্রচারণা শুরুর পর থেকে আমাকে হত্যার উদ্দেশ্যে ১২ বার হামলা করা হয়েছে। হামলার বিষয়গুলো নির্বাচন কমিশন কর্মকর্তাসহ স্থানীয় সকল প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেছি, কিন্তু কোন সমাধান হয়নি। অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশের সামনে আমার উপর হামলা চালালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। বাধা দেওয়া বা লাঠিচার্জ তো দূরের কথা তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, কিন্তু কেন? আমি ভীতু নই, সাহস নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সাহস নিয়ে যুদ্ধে জয়লাভ করেছি। এবারেও হামলা মামলা বা অস্ত্রবাজি করে আমাকে মাঠ থেকে সরানো যাবে না।
তিনি বলেন, আমিসহ আমার নেতাকর্মীদেরকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে তাতে আমি ভীতু নয়, যারা আমার জন্যে কাজ করছে তাদের মামলা দিয়ে হামলা করে বাড়ি থাকতে দেওয়া হচ্ছে না। নির্বাচনী আইন ও নিয়ম নীতির মধ্যে থেকে নির্বাচন পরিচালনার জন্যে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি। জনগণ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের জন্যে অপেক্ষা করছেন। সুযোগ পেলেই সমুচিত জবাব দিয়ে দিবে ব্যালটের মাধ্যমে।
প্রসঙ্গত, সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭০ সালের নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে গভর্নর, ১৯৯৬ সালে নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর নিকট পরাজিত হন তিনি। ওয়ান ইলেভেনের সময় ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। পরে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ব্যাপক কারচুপির কারণে শামসুল হক টুকুর নিকট পরাজিত হন। এবারে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হলে তিনি গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সূত্রঃ বাঙলাস্ট্রাটাসডটকম