আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন কোনো শক্তি নেই : হানিফ
আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন কোনো শক্তি বা অপশক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
অাজ ৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্মিত শেখ রাসেল স্মৃতি শিশুপার্ক শুভ উদ্বোধন শেষে ধরমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আওয়ামী লীগ কী জিনিস বিএনপি-জামায়াত সেটা জানে না। বিএনপি নীলনকশা করেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর। সব ষড়যন্ত্র রুখে দিয়েছে আওয়ামী লীগ।
তিনি বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এ সময়ে দেশের প্রতিটা সেক্টরেই উন্নয়ন হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎসহ সব সেক্টরে উন্নয়ন হয়েছে।
উৎসঃ ইনসাফ
Author: