আশার আলো নেই এখনও। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বুলেটিন বলছে, আগামী রবিবার পর্যন্ত হিমাঙ্কের নিচেই থাকবে তাপমাত্রা। বাল্টিমোর ও সংলগ্ন এলাকায় আজ  তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে আশঙ্কা।