।।সেনার উপর হামলা চালাল রোহিঙ্গা জঙ্গিরা।।
আবারও উত্তপ্ত হতে শুরু করেছে মায়ানমারের রাখাইন প্রদেশ৷ রোহিঙ্গা স্বাধীনতাকামী সংগঠন হামলা চালাল সেনা কনভয়ে৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা জানাচ্ছে, একটি মিলিটারি ট্রাকে হামলা চালিয়ে কয়েকজন সেনাকর্মীকে জখম করা হয়েছে৷ সেনাবাহিনীর উপর হামলার দায় নিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) জঙ্গিরা৷ মায়ানমারের সংবাদ মাধ্যম জানাচ্ছে, অন্তত ২০ জন জঙ্গি একসঙ্গে ঘরে তৈরি মাইন ও ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছে৷ মায়ানমারের সেনাবাহিনীর দাবি, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা জঙ্গি নেতৃত্ব এ হামলার পরিচালনা করেছে৷ এদিকে হামলার পর থেকেই নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে রাখাইন প্রদেশ৷ গত বছর অাগস্ট মাস থেকে এলাকা রক্তাক্ত৷ সরকারের দাবি, তখনও প্রথমে আরসা জঙ্গিরা সেনা চৌকিতে হামলা চালিয়েছিল৷ এরপর রাখাইনে সেনা অভিযান শুরু করা হয়৷ এর জেরে লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে প্রতিবেশি বাংলাদেশের চট্টগ্রামে ঢুকে পড়েছেন৷ বহু মানুষের মৃত্যু হয়েছে৷ আন্তর্জাতিক সংগঠনগুলোর দাবি, জঙ্গি আক্রমণ ঠেকাতে রাখাইন প্রদেশে গণহত্যা চালাচ্ছে মায়ানমার সরকার৷ এর জেরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হচ্ছে দেশটির সরকার৷ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে নিয়ে ঢাকা ও নেপিদের মধ্যে কূটনৈতিক তরতাজা চরমে উঠেছিল৷ সম্প্রতি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মায়ানমার সরকার৷ ধাপে ধাপে এ প্রক্রিয়া চালু থাকবে বলেই জানানো হয়েছে৷ বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, রোহিঙ্গা ইস্যুতে উত্তপ্ত রক্তাক্ত রাখাইন প্রদেশে জঙ্গিরা জমি শক্ত করেছে৷ পাকিস্তান থেকে অনবরত উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে৷ বাংলাদেশ সরকারের অভিযোগ, রাখাইন থেকে জঙ্গি পাঠিয়ে নাশকতা ঘটাতে চাইছে জঙ্গিরা৷